ব্রেড পোলাও

Copy Icon
Twitter Icon
ব্রেড পোলাও

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 15 Min

Total Time : 25 Min

Ingredients

Serves : 2
  • 2 পিস ব্রাউন ব্রেড


  • 2 টেবিল চামচ পিয়াজ কুচি


  • 2টেবিল চামচ গাজর কুচানো


  • 2টেবিল চামচ ফুলকপি টুকরো করা


  • 2টেবিল চামচ সেদ্ধ কড়াইশুঁটি


  • 2টেবিল চামচ টমেটো কুচি


  • 1চা চামচ টাটা র নুন


  • 1চা চামচ চিনি


  • 1চা চামচ ক্যাচ এর চ্যাট মশলা


  • 1/2চা চামচ গোটা সর্ষে


  • 1/2চা চামচ গোটা জিরে


  • 1/4চা চামচ হিং


  • 1টা তেজপাতা


  • 2তো শুকনো লঙ্কা


  • 1টা এলাচ


  • 1টেবিল চামচ ঝর্ণা ঘি


  • 1টেবিল চামচ ধনেপাতা কুচি


  • 2টেবিল চামচ কিসমিস


  • 2টেবিল চামচ ফরচুন এর সাদা তেল


  • 1/4চা চামচ জায়ফল গুঁড়ো


  • 1/2চা চামচ আদা কুচি


  • 2টেবিল চামচ কাঁচা বাদাম

Directions

  • ব্রেড গুলো টুকরো করে নিতে হবে
  • এবার করাই বসিয়ে তাতে ব্রেড গুলো একটু নাড়াচাড়া করে নিতে হবে
  • আবার করাই বসিয়ে তাতে অল্প তেল দিয়ে কাঁচা বাদাম গুলো ভেজে তুলে নিতে হবে
  • ওই তেল এ বাকি তেল টা দিয়ে গরম হলে তাতে ফোড়ন দিতে হবে এলাচ তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা সর্ষে, আর হিং
  • গন্ধ বেরোলে দিতে হবে পিয়াজ কুচি
  • একটু ভাজা ভাজা হলে দিতে হবে সব সবজি গুলো আর নুন
  • 5মিনিট মতো চাপা দিয়ে রান্না করতে হবে
  • 5মিনিট বাদে ঢাকা খুলে একটু নাড়িয়ে চিনি, ভাজা বাদাম, কিসমিস, আদা কুচি, ব্রেড এর টুকরো গুলো দিয়ে ভালো করে সব সবজি গুলোর সাথে মিশিয়ে দিতে হবে
  • 2মিনিট মতো রান্না করে দিতে হবে জায়ফল গুঁড়ো আর চাট মশলা র গুঁড়ো
  • মিনিট 5 রান্না করে নামানোর আগে ঘী আর ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে পরিবেশন করতে হবে